ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অভিবাসীর স্রোত ঠেকাতে বলকান রাষ্ট্রগুলোর হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
অভিবাসীর স্রোত ঠেকাতে বলকান রাষ্ট্রগুলোর হুমকি

ঢাকা: স্লোভেনিয়ার পর এবার কঠোরতার হুমকি দিয়েছে ইউরোপের বলকান রাষ্ট্রগুলোও। অভিবাসীর স্রোত ঠেকাতে তারা সীমান্ত বন্ধ করে দেবে বলে জানিয়ে দিয়েছে।



বুলগেরিয়ার সরকার জানিয়েছে, বলকানের উত্তরের দেশগুলো যদি তাদের সীমান্ত বন্ধ করে দেয়, তাহলে সার্বিয়া, রোমানিয়াসহ এই দেশটিও একই ধরনের ব্যবস্থা নেবে।

স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোর বলেছেন, দেরি হয়ে যাওয়ার আগেই তার দেশ কার্যকর পদক্ষেপ নিতে চায়।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী মিরো সেরারও অভিবাসী সংকট মোকাবেলায় কোনো সমাধানে না আসা গেলে তার দেশ নিজের মতো করে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছিলেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, গত সপ্তাহে প্রতিদিন নয় হাজারেরও বেশি জন করে অভিবাসন প্রত্যাশী গ্রীসে পৌঁছেছেন। তাদের মধ্যে বেশিরভাগই সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের শরণার্থী।

এর আগে ক্রোয়েশিয়ার সঙ্গে হাঙ্গেরির সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর অভিবাসীদের স্রোত স্লোভেনিয়ার দিকে ধাবিত হতে শুরু করে। এই পরিপ্রেক্ষিতে দেশটি সীমান্তে কঠোরতা জারি করে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।