তেহরান: ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের গাড়িবহরে বুধবার গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। তবে আহমাদিনেজাদ সুস্থ রয়েছেন।
এদিকে, গ্রেনেড হামলার ঘটনাটি অস্বীকার করেছে ইরান সরকার। ইরানের সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে একজন কর্মকর্তা জানান, পটকাবাজি থেকেই এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
খবরঅনলাইন.আইআর (কযধনধৎড়হষরহব.রৎ) নামের ওয়েবসাইটে বলা হয়, “আজ (বুধবার) সকালে হামেদান অঞ্চলের দিকে যাত্রা করা প্রেসিডেন্টের গাড়িবহরের সঙ্গী সাংবাদিক বহনকারী একটি গাড়িতে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরিত হয়। এ সময় আহমাদিনেজাদের গাড়িটি বিস্ফোরণস্থল থেকে ১০০ মিটার দূরে ছিলো এবং তিনি কোনো আঘাত পাননি। ” সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করা হয়েছে বলেও ওই ওয়েবসাইটটিতে উল্লেখ করা হয়েছে।
ঘটনার কিছু পরে আহমাদিনেজাদ স্থানীয়দের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখলেও এ নিয়ে কোনো মন্তব্য করেননি। অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। কোনো বার্তাসংস্থা বা অন্য কোথাও এ নিয়ে কোনো খবর প্রকাশিত হয়নি। চলতি সপ্তাহে আহমাদিনেজাদ দাবি করেন, ‘ইহুদিবাদীরা’ তাকে হত্যা করতে চায়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫.৪৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১০