ঢাকা: জাপানের দক্ষিণ পূর্বাঞ্চলে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫।
শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় ১১টা ৩১ মিনিটে দেশটির চিচি-শিমা এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এশিয়ার দ্বীপ দেশ জাপানের দক্ষিণ পূর্বাঞ্চলের চিচি-শিমা থেকে ৯১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের উৎপত্তি। আর টোকিও থেকে এর দূরত্ব ছিল ১০৭ কিলোমিটার।
তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করে নি জাপান সরকার।
এর আগে ১৪ নভেম্বর জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নিকানোশিমা এলাকায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়।
এতে উপকূলীয় এলাকায় সুনামিতে অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি প্লাবিত হয়।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমএ/