ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নিলেন বিহারের নয়া মুখ্যমন্ত্রী নীতিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
শপথ নিলেন বিহারের নয়া মুখ্যমন্ত্রী নীতিশ ছবি: সংগৃহীত

ঢাকা: পঞ্চমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজ্য মহাজোটের শরিক ও সংযুক্ত জনতা দলের নেতা নীতিশ কুমার।

একই সঙ্গে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রথমবারের মতো বিধায়ক হওয়া লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব।



শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে পাটনার গান্ধী ময়দানে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবার বিহারের বিধানসভা নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে রাষ্ট্রীয় জনতা দল পেয়েছে ৮০টি। আর মহাজোটের শরিক নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল পায় ৭১ আসন। এছাড়া তাদের অন্যতম শরিক কংগ্রেস পেয়েছে ২৭ আসন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজয়ী মহাজোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি সেখানে যোগ দেননি। তবে তার পক্ষ থেকে পাটনায় গিয়েছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু ও রাজীব প্রতাপ রুডিকে।

আরও উপস্থিত ছিলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী ও সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।  

এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রমুখ যোগ দিয়েছিলেন বিহারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রাজ্যের মহাজোট সরকারের এ শপথ অনুষ্ঠানে সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংহ যাদব ও তার ছেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব উপস্থিত ছিলেন বলে জানিয়েছে

যদিও বিধানসভা নির্বাচনের আগমুহূর্তে আসন নিয়ে মতবিরোধ সৃষ্টি হওয়ায় মহাজোট থেকে বেরিয়ে যান মুলায়ম।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।