ঢাকা: যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানায় মারা গেছে বিশ্বের অন্যতম একটি বিলুপ্তপ্রায় প্রাণী ‘নর্দান হোয়াইট রাইনো। এই দুর্লভ প্রজাতির আর মাত্র তিনটি প্রাণী বেঁচে রইলো পৃথিবীর বুকে।
রোববার শরীরে অস্ত্রোপচারের পর থেকেই ‘নোলা’ নামের ৪১ বছর বয়সী ওই শ্বেত গন্ডারটির শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে।
যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হিসেবে গন্ডারটি সেখানে ছিলো ১৯৮৯ সাল থেকে। জীবিত অপর তিনটি নর্দান হোয়াইট রাইনোও জীবন সায়াহ্নে পৌঁছেছে। এগুলো বর্তমানে কেনিয়ার একটি অভয়াশ্রমে অবস্থান করছে।
নর্দান হোয়াইট রাইনোকে ২০০৮ সালে বিপণ্ণ প্রাণী হিসেবে ঘোষণা দেয়া হয়। অবৈধ পশু শিকারীদের বেপরোয়া শিকারের কারণে পৃথিবী থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে প্রাণীটি।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরআই