ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন বিমান হামলায় আইএসের ২৩৮টি জ্বালানিবাহী ট্রাক ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
মার্কিন বিমান হামলায় আইএসের ২৩৮টি জ্বালানিবাহী ট্রাক ধ্বংস ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ২৩৮টি জ্বালানিবাহী ট্রাক ধ্বংস হয়েছে।

এক বিবৃতিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

সিরিয়ার আল-হাসাকাহ ও দায়ের আয-যোর এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বিবৃতিতে বলা হয়, ওই দুই এলাকায় ট্রাকগুলোকে পার্ক করা অবস্থায় দেখতে পায় মার্কিন পাইলটরা। এর সঙ্গে সঙ্গে বেসামরিক লোকদের ওইসব এলাকা থেকে সরিয়ে দিতে ফাঁকা গুলির আওয়াজ করা হয়।

আইএসের আয়ের উৎসগুলোর মধ্যে অন্যতম তেলখাত। অধিকৃত এলাকাগুলোয় থাকা খনি থেকে এসব তেল চাহিদা পূরণ করা হয়।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগির দেশটির সেনাদের পরিচালিত এসব বিমান হামলার ভিডিও প্রকাশ করা হবে।

এর আগে গত সপ্তাহেও এক অভিযানে আইএসের ১১৬টি ট্যাঙ্কার ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।