ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক ছবি : সংগৃহীত

ঢাকা: সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী এলাকায় একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিরিয়ার লাতাকিয়ায় সুখই-২৫ প্লেনটি ভূপাতিত করা হয়।

আকাশসীমা লঙ্ঘণ করায় প্লেনটি লক্ষ্য করে তুর্কি এফ-১৬ জেট থেকে গুলি চালানো হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে দেশটির সংবাদমাধ্যমে।

প্রাথমিক খবরে যুদ্ধবিমানটি কোন দেশের, জানা না গেলেও পরবর্তীতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সিরিয়ায় তাদের একটি সুখই-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

তবে তুরস্কের অভিযোগ প্রত্যাখ্যান করে রুশ কর্তৃপক্ষ বলেছে, তাদের প্লেন কোনোমতেই আকাশসীমা লঙ্ঘণ করেনি। এটি সিরিয়ার আকাশেই ছিলো।

এদিকে, প্লেন ভূপাতিত করার ঘটনায় কেউ হতাহত হয়নি। প্লেনটি বিধ্বস্ত হওয়ার আগে এর পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫/আপডেট: ১৫৫৬ ঘণ্টা
আরএইচ

** সিরিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।