ঢাকা: ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
মার্র্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, দক্ষিণ-দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তারাউকা থেকে ৮১ মাইল দূরে পেরু সীমান্তের কাছাকাছি ভূমিকম্পটির উৎপত্তি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় ১১টা ৪৫ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।
এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যা প্রাথমিকভাবে ৬.৯ মাত্রার বলা হয়।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
জেডএস