ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘খ্রিস্টান-মুসলমানরা ভাই-বোন,’ আফ্রিকা সফরে পোপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
‘খ্রিস্টান-মুসলমানরা ভাই-বোন,’ আফ্রিকা সফরে পোপ

ঢাকা: আফ্রিকা সফররত বিশ্বের রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিস বলেছেন, ‘খ্রিস্টান-মুসলমানরা একে অপরের ভাই ও বোন। তাই সংঘাত নয় উভয়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।



রোববার (৩০ নভেম্বর) দাঙ্গাপীড়িত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ের এক মসজিদ পরিদর্শনে তিনি এ কথা বলেন।

সেখানে গত তিন বছর ধরে খ্রিস্টান-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা চলছে। খ্রিস্টান ও মুসলিমদের সহিংসতায় গত তিন বছরে বহু হতাহত হয় দেশটিতে।   বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।

বাঙ্গুইয়ের মসজিদ পরিদর্শনের সময় পোপ খ্রিস্টান ও মুসলমানদের একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করার পরামর্শ দেন। একই সঙ্গে খ্রিস্টান বিদ্রোহীদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করারও আহ্বান জানান ভ্যাটিকানের এই ধর্মগুরু।

পোপ বলেন, ‘অস্ত্রের পরিবর্তে ন্যায় বিচার, প্রেম, করুণা ও শান্তির সঙ্গে থাকা উচিৎ। ’

দেশটির আসন্ন নির্বাচন নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

এদিকে প্রজাতন্ত্রের অস্থায়ী রাষ্ট্রপতি সামবা পানজা সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার জন্য পোপের কাছে ক্ষমা চান।

সফরকালে দেশটির বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেন পোপ ফ্রান্সিস। সফর শেষে সোমবার রোমে ফিরে যাওয়ার কথা পোপের।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।