ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরীয় উপকূলে বিমানবাহী রণতরী পরিদর্শনে যাচ্ছেন ওলাঁদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
সিরীয় উপকূলে বিমানবাহী রণতরী পরিদর্শনে যাচ্ছেন ওলাঁদ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরীয় উপকূলে বিমানবাহী রণতরী চার্লস দ্য গল পরিদর্শনে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

শুক্রবার (০৪ ডিসেম্বর) তিনি এ পরিদর্শনে যাবেন বলে তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।



বিবৃতিতে বলা হয়, পরিদর্শনের সময় প্রেসিডেন্ট সিরিয়া ও ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে আইএসের হামলার ঘটনার কয়েকদিনের মধ্যেই ৩৮টি যুদ্ধবিমান বহনকারী রণতরী চার্লস দ্য গল পূর্ব ভূমধ্যসাগরের উদ্দেশে রওনা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।