ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় হামলাকারী তাশফিন আইএস সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
ক্যালিফোর্নিয়ায় হামলাকারী তাশফিন আইএস সমর্থক ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হামলাকারী বন্দুকধারী দম্পতির মধ্যে তাশফিন মালিক (২৭) জঙ্গি সংগঠন ইসলামি স্টেটের (আইএস) সমর্থক বলে জানিয়েছে এফবিআই।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এফবিআই’র বরাত দিয়ে জানায়, মালিক অন্য নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে আইএস প্রধান আবু বকর আল বাগদাদির সমর্থনে একটি পোস্ট দিয়েছিলেন।

যদিও পরে তিনি সেটি মুছে ফেলেন।

এটি পরিকল্পিত হামলা এবং সন্ত্রাসবাদী আইনে এর তদন্ত করা হচ্ছে জানিয়ে এফবিআই লস অ্যাঞ্জেলেসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডেভডি বোডিচ বলেন, এ ঘটনার তদন্তে অগ্রগতি হয়েছে। হামলাকারীদের মধ্যে তাশফিক মালিক আইএস সমর্থক বলে তথ্য মিলেছে।
 
বুধবার (২ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার বার্নার্ডিনোতে প্রতিবন্ধী সেবাকেন্দ্রের একটি পার্টিতে সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাশফিক মালিক দম্পতির নির্বিচারে চালানো গুলিতে ১৪ জন নিহত ও ২১ জন আহত হন।

এ ঘটনার পরপরই পুলিশের গুলিতে নিহত হন এ বন্দুকধারী দম্পতি। পরে তাদের বাড়ি তল্লাশি করে বিপুল পরিমান বিস্ফোরক, অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। যদিও হামলার আগে তারা তাদের কম্পিউটার হার্ডডিস্ক নষ্ট করে ফেলেন।
 
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।