ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রসায়ন বিভাগের এক শিক্ষক রয়েছেন।



এছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই বন্দুকধারীও নিহত হয়েছেন বলে উদ্ধারকারী দলের এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

বুধবার (২০ জানুয়ারি) খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা শহরে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।


নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে উদ্ধারকারী দলের এক কর্মকর্তা স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ৫০ থেকে ৬০ জনকে পড়ে থাকতে দেখেছেন। এর আগে উদ্ধার হওয়া এক শিক্ষার্থীও একই দাবি করেছিল। পড়ে থাকাদের সবার মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছেন ওই উদ্ধার কর্মকর্তা।

পুলিশের ডিআইজি সাঈদ ওয়াজির বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি এসএসজি সদস্যরাও কাজ করছেন। বেশিরভাগ শিক্ষার্থীকে উদ্ধার করা গেলেও অজানা সংখ্যক হামলাকারী ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, অন্তত ১০ জন বন্দুকধারী এ হামলায় অংশ নিয়েছে। তাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ভারী কুয়াশার সুযোগে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ে।



উদ্ধারকারী দলের একটি সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ৭০ শতাংশের বেশি শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিনিধি শওকত ইউসুফজাই জানিয়েছেন, অর্ধ শতাধিক মানুষ এ হামলায় আহত হয়েছেন।

আহতদের মধ্যে অন্তত চারজন নিরপাত্তা বাহিনীর সদস্য বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএইচ

** পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় নিহত ৪
** পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।