জাম্বোয়াঙ্গা: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি বিমানবন্দরে বোমা হামলায় দুই জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ শুক্রবার এ তথ্য জানিয়েছে।
উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এডউইন ডি ওকামপো জানান, হামলার সময় ঘটনাস্থলেই সন্দেহভাজন একজন বোমা বহনকারী নিহত হয়েছেন। পরে তার পাশে থাকা আরেক জন নিহত হন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।
তিনি বলেন, ক্যামেরা ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারী পিঠে রাখা ব্যাগের ভেতরে বোমাটি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করছিলেন। তিনিই আত্মঘাতী হামলাকারী কিনা তা তদন্ত করা হচ্ছে।
এছাড়া, বিস্ফোরণে আহত স্থানীয় একজন রাজনীতিবিদ বলেন, এ হামলার সম্ভাব্য ল্য তিনিই ছিলেন।
এদিকে, ফিলিপাইনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হ্যারি টমাস এ হামলার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে অপরাধীদের বিচারের জন্য তিনি মার্কিন সহযোগিতারও প্রস্তাব দেন।
মুসলিম জঙ্গিদের স্বর্গ হিসেবে পরিচিত জাম্বোয়াঙ্গাতে সাম্প্রতিক বছরগুলোতে বোমা হামলা ও অপহরণের ঘটনা ব্যাপক হারে বেড়ে গিয়েছে।
এ হামলার পেছনের কারা রয়েছে তা এখনো জানা যায়নি বলে শুক্রবার কর্তৃপ জানান।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১০