ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত শাসিত কাশ্মিরে আকস্মিক বন্যায় নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১০
ভারত শাসিত কাশ্মিরে আকস্মিক বন্যায় নিহত ৬০

শ্রীনগর: ভারী বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভারত শাসিত কাশ্মিরের লেহ শহরে অন্তত ৬০ জন নিহত ও কয়েশ মানুষ আহত হয়েছেন। শুক্রবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



অভূতপূর্ব এ বন্যা পুরো শহর এবং এর চারপাশের গ্রামে ছড়িয়ে পড়ে। রাতের বেলায় এ বন্যার সময় শহর ও গ্রামের সবাই ঘুমিয়ে ছিলো। বাড়িঘর ও সরকারি ভবনের ব্যাপক ক্ষয়তি হয়।

লেহ থেকে কাশ্মিরের পর্যটন মন্ত্রী নাওয়াং রিগজিন জোরা বার্তাসংস্থা এএফপিকে বলেন, “এ পর্যন্ত আমরা ৬০টি মৃতদেহ পেয়েছি। ” তবে লেহতে নিহতের সংখ্যা আরও আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাছাড়া, তিগ্রস্ত অনেক অঞ্চলে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না বলে জানান তিনি।

এদিকে বন্যার কারণে এ পর্যন্ত অন্তত ২০০ মানুষের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।  

এদিকে, বন্যার পানির কারণে দেশটির গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর ও মানালির সঙ্গে শহরটির সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
 
জোরা বলেন, “পর্যটকদের কারও নিহত হওযার কোনো খবর পাওয়া না যায়নি। তবে তাদের অনেকেই লেহ-মানালি সড়কে আটকে পড়েছেন। সেনাবাহিনী সেখানে উদ্ধারকর্মী পাঠিয়েছে। ”

এদিকে, বিমানবন্দর তিগ্রস্ত হওয়ায় সব ধরনের ফাইটের আসা-যাওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে বলে পুলিশের এক মুখপাত্র জানান।

সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার মিটার উঁচুতে অবস্থিত লেহ শহর। চারদিকে সুউচ্চ মরুভূমি। ভারী বৃষ্টিপাত সেখানে বিরল ঘটনা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।