বেঙ্গালোর: ভারতের বেঙ্গালোরে ২৪ জন ভিক্ষুকের মৃত্যুর ঘটনায় কর্ণাটকের সমাজ কল্যাণ মন্ত্রী ডি.সুধাকরকে বরখাস্ত করা হয়েছে। গতসপ্তাহে সরকারি বস্তিতে ওই মৃত্যুর ঘটনা ঘটে।
গত সপ্তাহে ভারতের স্বাধীনতা দিবসের দিন খাবার খেয়ে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে কয়েকজন ভিক্ষুক জানিয়েছেন। তবে অন্যরা জানিয়েছেন অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের কারণে অসুস্থতায় তাদের মৃত্যু হয়েছে।
কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রী ভিসি আচারাও গত শুক্রবার ভিক্ষুকদের ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি বলেন চিকিৎসকরা সার্টিফিকেট দিয়েছে তাদের মৃত্যু স্বাভাবিক ছিল। তবে তিনি মৃত্যুর ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
তিনি কর্মকর্তাদের ভিক্ষুক ক্যাম্পে মানসম্মত খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭১৪ঘণ্টা, আগস্ট ২১,২০১০