ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গুলির ঘটনায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গুলির ঘটনায় নিহত ২

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরের একটি নাইটক্লাবে গুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।



আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার (০৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) অরল্যান্ডো পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

পুলিশ সূত্রে জানা যায়, অরল্যান্ডো শহরের গ্লিটজ আল্ট্রা লাউঞ্জ নামে নাইটক্লাবটিতে বেশ কয়েকজন হামলাকারীর মধ্যে তিনিজন বন্দুকধারী এ ঘটনা ঘটায়। এ সময় ওই নাইটক্লাবে প্রায় তিনশ’ জন মানুষ ছিলেন। গুলির ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

কেন এই হামলা চালানো হয়েছে সুনির্দিষ্টভাবে কোনো কারণ জানা যায়নি বলেও জানান অরল্যান্ডো পুলিশের মুখপাত্র মিশেল গাইডো।

চলতি সপ্তাহে এ নিয়ে ফ্লোরিডায় নাইটক্লাবে দ্বিতীয় গুলির ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।