ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আরব আমিরাতে সুখ বিষয়ক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরব আমিরাতে সুখ বিষয়ক মন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে প্রমবারের মতো সুখ বিষয়ক মন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

নাগরিকদের সুখী করে তোলার লক্ষে বুধবার (১০ ফেব্রুয়ারি) ওহুদ আল রৌমি নামে এক নারীকে ওই মন্ত্রণালয়ে নিয়োগ দেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।



বুধবার এক টুইটার বার্তায় তিনি রৌমিকে সুখ মন্ত্রী করার বিষয়টি জানান।

এ দায়িত্ব ছাড়াও রৌমি প্রধানমন্ত্রী অফিসের মহাপরিচালক হিসেবে রয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ গত বছর জাতিসংঘ ফাউন্ডেশন তাকে গ্লোবাল এন্টারপ্রাইজ কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত করে। এই পদে তিনিই প্রথম আরব।

এরআগে প্রধানমন্ত্রী রশিদ আল মাকতুম দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সুখ বিষয়ক ও সহনশীলতা নামে দুটি নতুন মন্ত্রণালয় চালুর কথা জানান।

বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।