ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে সরস্বতীর বিসর্জনকালে লরির চাপায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ঝাড়খণ্ডে সরস্বতীর বিসর্জনকালে লরির চাপায় নিহত ১০ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ঝাড়খণ্ডে সরস্বতীর বিসর্জনকালে লরির চাপায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।



রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝাড়খণ্ডের গিরিদিহ জেলায় গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের গাইন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

খবরে জানানো হয়, সরস্বতীর বিসর্জনকালে গাইন্ডা এলাকায় সমবেত হয়েছিলেন একদল জনতা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে গেলে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়েছে। বাকি দু’জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।