ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কের বিমান হামলায় সিরিয়ায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
তুরস্কের বিমান হামলায় সিরিয়ায় নিহত ২০

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে তুরস্কের বিমান হামলায় যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় অন্তত ২০ বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।

রোববার (২৮ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে বলে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। তুরস্ক পরিচালিত দেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযানের পঞ্চমদিনে এই ঘটনা ঘটলো।

সংস্থাটি জানায়, রোববার সকালে দেশটির জারাবুলাস শহরের দক্ষিণে জেব-ইল কুশা গ্রামে তুরস্ক বিমান হামলা চালালে ২০ জন নিহত হন। আহত হয়েছেন ৫০ জন।

জাতিসংঘের তথ্য মতে, সিরিয়ায় গত পাঁচ বছরের যুদ্ধ ও সহিংসতায় অন্তত দুই লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন। দেশত্যাগ করেছেন প্রায় ৪৬ লাখ মানুষ আর বাস্তুহারা হয়েছেন ৬৬ লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬

টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।