ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তৃতীয় প্রান্তিকে ব্যাপক মুনাফা বোয়িংয়ের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
তৃতীয় প্রান্তিকে ব্যাপক মুনাফা বোয়িংয়ের

ঢাকা:  তৃতীয় প্রান্তিকে মুনাফা ৩৩.৭ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। একইসঙ্গে চলতি বছর বাণিজ্যিক প্লেন সরবরাহ বৃদ্ধির কথাও বলেছে আমেরিকাভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটি।

বোয়িং জানায়, চলতি বছরের শেষ নাগাদ তাদের বাণিজ্যিক প্লেন সরবরাহের সংখ্যা হবে ৭৪৫ থেকে ৭৫০টি। এর আগে ধারণা করা হয়েছিল ৭৪০ থেকে ৭৪৫টি।   

তৃতীয় প্রান্তিকে বোয়িংয়ের আয় হয়েছে ২.২৮ বিলিয়ন ডলার, শেয়ার প্রতি আয় ৩.৬০ ডলার। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২.৪৭ ডলার।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।