ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিলারিকেই প্রেসিডেন্ট চান ইন্ডিয়ান-আমেরিকানরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
হিলারিকেই প্রেসিডেন্ট চান ইন্ডিয়ান-আমেরিকানরা

ঢাকা: আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে পুরো বিশ্বজুড়ে আগ্রহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

সবাই তাকিয়ে- কে হতে যাচ্ছেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ভবন হোয়াইট হাউসের পরবর্তী ৪ বছরের অধিকর্তা!

এরইমধ্যে চলছে নানা জরিপ আর হিসাব নিকাশ। কোনোটাতে হিলারিকে এগিয়ে রাখা হচ্ছে তো, কোনোটাতে এগিয়ে রাখা হচ্ছে ট্রাম্পকে। সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, হিলারিই এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে।

অনলাইনভিত্তিক ‘আইএনডিইউএস বিজনেস জার্নাল’ এবং ‘ইন্ডিয়া নিউ ইংল্যান্ড নিউজ’ নামে দু’টি প্রতিষ্ঠান এ জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রের বসবাসরত ভারতীয় নাগরিকদের অর্থাৎ ইন্ডিয়ান-আমেরিকানদের ওপর। জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই মত দিয়েছেন, তারা হোয়াইট হাউসে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকেই দেখতে চাইছেন।

জরিপে অংশগ্রহণকারীরা জানান, যদি আজকেই ভোট হয় তাহলে ৭৯ দশমিক ৪৩ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি হিলারিকে ভোট দেবেন। বিপরীতে মাত্র ১৪ দশমিক ৮৯ শতাংশ ভোট দেবেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে।  

জরিপটি ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চালানো হয়। তবে জরিপে কতোজন অংশ নিয়েছেন তা জানা যায়নি।

জানা যায়, জরিপে অংশগ্রহণকারীরা অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা, অভিবাসন, সততা, বিশ্বাসযোগ্যতা এবং নৈতিকতা এসব বিষয়ে যোগ্যতা বিবেচনা করেই হিলারির বিষয়ে নিজেদের মত দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আরএইচএস/এইচএ/

*** ট্রাম্পকে ‘উচ্ছেদ’ করে গর্বিত জেমি ওটিস!

*** মঞ্চে মিস ইউনিভার্সকে ট্রাম্পের যৌন হয়রানি (ভিডিও)

*** ই-মেইল বিতর্কের দ্রুত সমাধান চেয়েছেন হিলারি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।