ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
ফের লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি

ঢাকা: আবারও লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাদ হারিরি। এ দফায় প্রধানমন্ত্রী হিসেবে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মাইকেল আউন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্তনি চৌকেইর এক বিবৃতিতে সাদকে সরকার গঠনের আমন্ত্রণের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, পার্লামেন্টে প্রয়োজনীয় আলাপ-আলোচনার পর প্রেসিডেন্ট সাদ হারিরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব ন্যস্ত করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, পার্লামেন্টের ১২৭ জন সদস্যের মধ্যে ১১০ জনই সাদকে সমর্থন জানিয়েছেন, তারপর প্রেসিডেন্ট তাকে সমর্থন দিয়েছেন।

সাদ এর আগে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত মুসলিম-খ্রিস্টান সমন্বয়ে শাসিত দেশটির প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করে। লেবাননে প্রেসিডেন্ট খ্রিস্টান হলে প্রধানমন্ত্রী হন মুসলিম সম্প্রদায়ের কেউ। সংবিধানেই এ বিধান রয়েছে।

সাদের বাবা রফিক হারিরিও লেবাননের দু’বারের প্রধানমন্ত্রী ছিলেন। তবে তিনি ২০০৫ সালে হত্যাকাণ্ডের শিকার হন।

রাজনৈতিক নেতৃত্বের সংকটে দু’বছর প্রেসিডেন্ট পদে কেউ ছিল না। সম্প্রতি প্রধান রাজনৈতিক দল ফিউচার মুভমেন্ট পার্টির নেতা হিসেবে সাদ প্রেসিডেন্ট পদে আউনকে সমর্থন দিলে এ পদে নেতৃত্বের অভাব কাটে। আর সাদকে সেই প্রতিদান হিসেবে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিলেন আউন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।