ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

মসুলের উপকণ্ঠে পৌঁছেছে ইরাকি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, নভেম্বর ৪, ২০১৬
মসুলের উপকণ্ঠে পৌঁছেছে ইরাকি বাহিনী

ঢাকা: মসুল পুনর্দখলের অভিযানে এগিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী। অগ্রবর্তী বাহিনী বর্তমানে মসুলের ‍উপকণ্ঠে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আইএস জঙ্গিদের প্রতিরোধ ব্যুহ ভেঙ্গে ফেলে ইতোমধ্যেই মসুলের সাদ্দাম জেলায় ঢুকে পড়েছে ইরাকি স্পেশাল ফোর্স এর সদস্যরা।

সেখানে রাস্তায় রাস্তায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তারা।

গত ১৭ অক্টোবর মসুল দখলের চূড়ান্ত অভিযান শুরু করে সরকারি ও যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট কুর্দি বাহিনী। ইতোমধ্যেই মসুলের চারপাশের বিভিন্ন গ্রাম ও শহরের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে তারা।

তবে নতুন এই সামরিক অভিযানের মুখে মসুল নগরীর ১৫ লাখ বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

এদিকে সরকারি বাহিনীর অগ্রাভিযানের মুখে আইএস জঙ্গিদের মূল বাহিনী দুই দিন আগেই সাদ্দাম জেলা থেকে পিছু হটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে সেখানে আত্মঘাতী একটি বাহিনীকে মোতায়েন রেখেছে তারা।

এই বাহিনীর যোদ্ধারা ইরাকি বাহিনীর অগ্রাভিযানকে থামিয়ে দেয়ার চেষ্টা করছে।

মসুল অভিযান শুরুর পর সাদ্দাম জেলাতেই ইরাকি বাহিনী জঙ্গিদের সবচেয়ে কঠিন প্রতিরোধের মুখে পড়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে আইএস জঙ্গিরা বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। পাশাপাশি মতপার্থক্যের জেরে নিজেদের শতাধিক যোদ্ধাকেও তারা হত্যা করেছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।