ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শাস্তি হিসেবে গুড়িয়ে দেওয়া হলো পুরো মার্কেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
শাস্তি হিসেবে গুড়িয়ে দেওয়া হলো পুরো মার্কেট ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান চলাকালে স্থানীয় একটি বহুতল মার্কেটে বিস্ফোরণে দেশটির এক সেনা সদস্য নিহত হন।  

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মার্কেটটি ডিনামাইট (বিস্ফোরক) দিয়ে গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

 

দেশটির সংবাদমাধ্যমের তথ্যমতে, বিস্ফোরণে সেনা সদস্যের নিহতের ঘটনায় শাস্তি হিসেবে মার্কেটটি গুড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার (১ নভেম্বর) রুস্তম বাজারে অভিযান চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর এক মেজর নিহত হন এবং আহত হন আরও ১০ জন।

জাফারুল ইসলাম নামে এক স্থানীয় রাজনৈতিক কর্মীর অভিযোগ, স্থানীয় আইন ভেঙে রুস্তম বাজার গুড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে, মার্কেটটির মালিক এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তানের অনেক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেই সব স্থানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় না।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।