ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে দু’টি পৃথক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।
সোমবার (১৪ নভেম্বর) দেশটির ফালুজা ও ওয়াশিস শহরে এ হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
অবশ্য হামলার পরপরই আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে।
দেশটির বিভিন্ন স্থানে আইএস প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। এসব হামলার শিকার হয়ে বেশির ভাগ ক্ষেত্রে নিহত হচ্ছেন সাধারণ মানুষ।
বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
টিআই