ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে ভূকম্পন অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
দিল্লিতে ভূকম্পন অনুভূত

ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকা ও পাশের গুরগাঁও এবং গাজিয়াবাদে ভূমিকম্প অনুভূত হয়েছে।

ঢাকা: ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকা ও পাশের গুরগাঁও এবং গাজিয়াবাদে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে এ ভূমিকম্পে দিল্লি, গুরগাঁও ও গাজিয়াবাদের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।

এরপর দিল্লি ও হরিয়ানা রাজ্যের সীমান্তে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল দিল্লি-হরিয়ানার সীমান্ত এলাকা।

তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬/আপডেট: ০৫৪৩ ঘণ্টা
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।