ঢাকা: ওশেনিয়ার দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ডে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ১।
শুক্রবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে কাইকুয়ারা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস বলছে, ভূপৃষ্ট থেকে এ ভূমিকম্পের গভীরতা ছিলো ৯ দশমিক ৪ কিলোমিটার। তবে মাঝারিমানের এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহে নিউজিল্যান্ডে রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুইজন নিহতসহ বেশ ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে। এর কয়েকঘণ্টা পর আবারও ৬ দশমিক ৮মাত্রার একটি ভূমিকম্প হয়।
আর পরবর্তী ২৪ ঘণ্টায় আরও কমপক্ষে ৭০০ ভূমিকম্প আঘাত হানে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে ‘রিং অব ফায়ারে’ অবস্থিত এ দ্বীপ রাষ্ট্রটিতে। যার মধ্যে কয়েকটি রিখটার স্কেলে ৫ মাত্রার বেশিও ছিলো।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমএ/