ঢাকা: ১০ বছরের বেশি পুরনো নিষিদ্ধ ঘোষিত ৫০০ ও ১, ০০০ রুপির নোট কারো কাছে গেলে শাস্তি পেতে হবে। যা আগামী শুক্রবারের পর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
বিষয়টিকে ফৌজদারি অপরাধে অধীনে নিয়ে বুধবার (২৮ ডিসেম্বর) ভারত সরকার নতুন আইন অনুমোদন করেছে।
যেটি খুব শিগগিরই অধ্যাদেশ বা নির্বাহী আদেশ হিসেবে বিবেচনার জন্য রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠানো হবে।
কালোবাজারি, দুর্নীতি ও জালিয়াতি রোধের হাতিয়ার হিসেবে গত ৮ নভেম্বর মোদি সরকার দেশটিতে ৫০০ ও ১, ০০০ রুপির নোট নিষিদ্ধ করে। তারপরও অনেকের কাছে এসব রূপির নোট দেখা যাচ্ছে। যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করছে সরকার।
আর এমন চিন্তা থেকেই ৫০০ ও ১, ০০০ রুপির নোট হোল্ডার, সংগ্রহকারী বা সংরক্ষণকারীদের বিরুদ্ধে এমন আইন করা হচ্ছে।
যে আইনের মাধ্যমে সাধারণত ১০ বছরের বেশি পুরনো নিষিদ্ধ ঘোষিত ৫০০ ও ১, ০০০ রুপির নোট পাওয়া গেলে শাস্তি স্বরূপ ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে। তবে বিশেষক্ষেত্রে আইনটি কার্যকর হবে না।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
টিআই