ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পরিবহন ব্যয় বাড়ানোর পক্ষে মত দিলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, সেপ্টেম্বর ২, ২০১১
পরিবহন ব্যয় বাড়ানোর পক্ষে মত দিলেন ওবামা

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার পরিবহন খরচ বাড়ানোর একটি বিল পাশের পক্ষে তার মত দিয়েছেন।  

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ওবামা কংগ্রেসের কাছে ফেডারেল হাইওয়ে বিল পাশের জন্য আবেদন জানাবেন।

এই বিল পাশের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, এটি প্রায় দশলাখ চাকরি বাঁচাবে।

এটি মূলত আগের পরিবহন বিলের নবায়ন। যার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে।

বর্তমান জ্বালানি করসহ কংগ্রেস ৬ বছরের জন্য সাম্রগ্রিকভাবে দুইশো ৩০ বিলিয়ন মার্কিন ডলার কর পরিশোধের চিন্তাভাবনা করছে।

প্রেসিডেন্ট বারাক ওবামা রোজা গার্ডেনে পরিবহনমন্ত্রী রে লাহুড, এএফএল-সিআইও প্রেসিডেন্ট রিচার্ড ট্রামকা, মার্কিন চেম্বার অব কর্মাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড চ্যাভমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।    

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।