ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গাদ্দাফির নতুন অডিও বার্তায় ত্রিপোলিকে মুক্ত করার আহবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৭, আগস্ট ২৬, ২০১১
গাদ্দাফির নতুন অডিও বার্তায় ত্রিপোলিকে মুক্ত করার আহবান

ত্রিপোলি: নতুন এক অডিও বার্তায় গাদ্দাফি ত্রিপোলিকে মুক্ত করার আহবান জানিয়েছেন।  

লিবিয়ার ৯৫ ভাগেরও বেশিরভাগ এলাকা এখন বিদ্রোহীদের দখলে এলেও রাজধানীকে শত্রুমুক্ত  করতে অনুসারীদের তিনি এই আহবান জানালেন।

তীব্র প্রতিরোধ গড়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের বাড়ি ছাড়ো এবং ত্রিপোলিকে মুক্ত করো। ’

লিবিয়ার জনগণকে  `বিদেশি চরদের’ ‘ঈদুর’ হিসেবে অভিতিহ করে গাদ্দাফি তাদের তাড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে বলেন, "এই দেশ শুধু লিবিয়ার জনগণের, কোনো বিদেশি চরের জন্য নয়। এই দেশ সামাজ্যবাদীদের, ফ্রান্সের, সারকোজির কিংবা ইতালির নয়। ’

বৃহস্পতিবার লিবিয়ার গাদ্দাফি অনুগত টেলিভিশন চ্যানেল  আল-উরুবায়  প্রচারিত এক নতুন অডিও বার্তায় তিনি এ আহবান জানান।

এদিকে গাদ্দাফির প্রধান কার্যালয় বাব আল আজিজিয়া দখলের এক দিনের মাথায় বুধবার তাকে হত্যা অথবা জীবিত ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে  বিদ্রোহী বাহিনী।

বাংলাদেশ সময়: ০৪২০ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।