রেডক্রস জানায়, সেদিন কী ঘটেছিলো সেটা জানতে তাদের সাময়িকভাবে সেবা কার্যক্রম স্থগিত থাকবে।
ব্রিটিশ রেডক্রসের নির্বাহী প্রধান মাইক অ্যাডামসন বলেন, মানবিক কর্মীদের হামলা ও প্রাণহানি অত্যন্ত ঘৃর্ণিত কাজ।
রেডক্রস বলছে, আমাদের ছয় সহকর্মী ও বন্ধু হত্যার বিষয়টি কেউ আমলে নিচ্ছে না। এ ঘটনানাকে জঘন্য হত্যাকাণ্ড উল্লেখ করে বিচারও দাবি করছে সংস্থাটি।
রেডক্রস গত ৩০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে আফগানিস্তানে মানবিক সেবা দিয়ে আসছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জওজান প্রদেশে সন্দেহভাজন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের গুলিতে রেডক্রসের অন্তত ৬ কর্মী নিহত হন।
জওজানের কুশ টেপা এলাকায় তাদের গুলি করে মারা হয়। এ ঘটনার পর দু’জন নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
টিআই