কোরিয়া উপদ্বীপের পশ্চিমে উত্তর পিয়ঙ্গান প্রদেশের বাঙ্গিয়ন বিমান ঘাঁটি থেকে স্থানীয় সময় রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ব্যালাস্টিক মিসাইলটি উৎক্ষেণ করা হয়। যেটি জাপান সাগরের পূর্বে ৫০০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে নিন্দা প্রকাশ করেছেন। এ পরীক্ষাটি এমন সময় চালানো হয়েছে যখন প্রধানমন্ত্রী আবে যুক্তরাষ্ট্রে সফররত।
উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালনোর প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরিভিত্তিতে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছে।
জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কোনো রকম পাত্তা না দিয়ে ২০১৬ সালজুড়ে উত্তর কোরিয়া ব্যালাস্টিক মিসাইল ও পরমাণবিক পরীক্ষা আব্যাহত রেখেছিলো। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ডামাডোলে মাঝখানে কিছুদিন উত্তর কোরিয়া এসব পরীক্ষা-নিরীক্ষা বদ্ধ রেখেছিলো।
যুক্তেরাষ্ট্রে ট্রাম্প যুগ শুরু হওয়ার পর প্রথমবারের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে নিজেদের শাক্তির জানান দিলো উত্তর কোরিয়া।
** ট্রাম্পকে থোড়াই কেয়ার, জাপানকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
টিআই