আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দি ওয়াশিংটন পোস্ট’ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এমন খবরই জানায়।
খবরে বলা হয়, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেইনে রাজনৈতিক বিরোধী অনেকের তথ্য চুরি ও তথ্য ফাঁসের বিষয়টি ট্রাম্প এক বক্তৃতায় বার-বার উল্লেখ করেছেন।
এখন তিনি হোয়াইট হাউসের দায়িত্বে, তাই আর তথ্য ফাঁসের আগ্রহ নেই তার। বরং নিজের প্রশাসনের তথ্য ফাঁসের আশঙ্কায় যথেষ্ট ত্যক্ত-বিরক্ত তিনি। এমনকি তার প্রশাসনে তথ্য ফাঁসকারীদের উপড়ে ফেলতেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
২০১৬ সালেও ডোনাল্ড ট্রাম্প তথ্য ফাঁস সংক্রান্ত বিষয় পছন্দ করতেন। কিন্তু ২০১৭ সালে এসে তিনি বলছেন ভিন্নকথা। তথ্য ফাঁস সংক্রান্ত বিষয় তার এখন ভীষণ অপছন্দের, আর তা যদি হয় নিজের প্রশাসনের তবে সেটা তো- চক্ষু চড়ক গাছ।
প্রসঙ্গত, ২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠা হয়। এর প্রধান মুখপাত্র হলেন অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাস্যাঞ্জ। ২০১০ সালে তার নেতৃত্বে মার্কিন সেনা বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস করে বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করে উইকিলিকস।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
টিআই