বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিবিসি এ খবর জানায়। ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্র টেলিভিশনে বলেন, বিমানবন্দর এবং আল গাজলানি দখলে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।
দেশটির কাউন্টার টেররিজম সার্ভিসের (সিটিএস) মুখপাত্র সাবাহ আল নোমান বলেন, মসুল বিমানবন্দরে সামরিক বাহিনী ঝাঁপিয়ে পড়েছে। পূর্ণ নিয়ন্ত্রণে নিতে এখন অল্প সময়ের ব্যাপার মাত্র।
গত মাসে ইরাকি বাহিনী মসুলের পূর্বাংশ দখল করেছে। এবার পশ্চিমাংশ পুনর্দখলে নিতে গত ১৯ ফেব্রুয়ারি আইএসের বিরুদ্ধে লড়াই শরু করেছে ইরাকি বাহিনী।
এর আগে ইরাকি বাহিনী এ অভিযান সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেন, মসুলের পূর্বাংশ পুনর্দখলের পর মসুলকে পরিপূর্ণ স্বাধীন করতে এ অভিযান চালানো হচ্ছে। এক্ষেত্রে ওই এলাকায় ইরাকি সংগঠনগুলো মানবিক সেবা ও সমর্থন অব্যাহত রাখবে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
টিআই