নিহতদের মধ্যে পাঁচজন কয়েদি ও দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক একাধিক সংবাদ সংস্থা এ খবর জানায়।
খবরে বলা হয়, কলম্বো থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ৩০ জন কয়েদিবাহী একটি বাস স্থানীয় একটি আদালতে যাওয়ার পথে বন্দুকধারীরা রাস্তা অবরোধ করেন। পরে তারা কয়েদিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে সাতজন নিহত হন।
ঠিক কারণে এ হামলার ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে জানা যায়নি। তবে পুলিশ বলছে, স্থানীয় দু’টি সন্ত্রাসী চক্রের দ্বন্দ্বের জেরে এ হামলা হতে পারে।
গত কয়েক বছরে দেশটিতে এটি অন্যতম সহিংসতার ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
টিআই