ন্যাম হত্যায় চোলের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হচ্ছে বলে শুক্রবার এ খবর জানায় মালেশিয়ান পুলিশ।
গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে মুখমণ্ডলে প্রাণঘাতী কেমিক্যাল মেখে হত্যা করা হয় কিম জং ন্যামকে।
ন্যাম কুয়ালালামপুর থেকে চীনের ম্যাকাও যাওয়ার জন্য বিমানবন্দরে দাঁড়িয়ে থাকার সময় দু’জন নারী তার মুখে বিষাক্ত কেমিক্যালযুক্ত কাপড় দিয়ে মুখ চেপে ধরেন। সঙ্গে-সঙ্গে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অ্যাম্বুল্যান্স যোগে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এদিকে, জং ন্যামের মুখমণ্ডলে উচ্চমাত্রার রাসায়নিক অস্ত্র ‘ভিএক্স নার্ভ এজেন্ট’র নমুনা পাওয়া গেছে বলে জানিয়েছে মালয়েশিয়ান পুলিশ।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
টিআই