মধ্য আমেরিকার দেশ পানামায় একটি বাস খাদে পড়ে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৩৫ জন। হতাহতরা সবাই খামারের কর্মী বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
স্থানীয় সময় রোববার (০৫ মার্চ) বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
হোসে দনদ্রিস নামে স্থানীয় এক কর্মকর্তা জানান, খামার কর্মীদের নিয়ে বাসটি দেশটির পূর্বাঞ্চলীয় ককলিতে যাচ্ছিলো।
রাজধানী পানামা সিটি থেকে এর দূরত্ব ১১১ কিলোমিটার। চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
খামারের ফল উত্তোলনের জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছিলো। দুর্ঘটনায় আহতদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।