ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিকিৎসকের পোশাক পরে কাবুলে হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
চিকিৎসকের পোশাক পরে কাবুলে হামলা, নিহত ৩০ কাবুলে দেশটির সর্ববৃহৎ সামরিক হাসপাতালে হামলা

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সর্ববৃহৎ সামরিক হাসপাতালে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা চিকি‍ৎসকের পোশাক পরে হাসপাতালে ভেতরে ঢুকে গুলিবর্ষণ ও তাণ্ডব চালান। এতে ৩০ জন নিহত হয়েছেন।

বুধবার (০৮ মার্চ) দুপুরে কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে দি সরদার দাউদ খান নামে ৪শ শয্যার সামরিক হাসপাতালে এ হামলা চালানো হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুইজন নিহত এবং ১৩ জন আহত হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।

পাল্টা আক্রমণে চার হামলাকারী নিহত হয়েছেন বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।  

হাসপাতালের এক কর্মচারী বলেন, তিনি একজন বন্দুকধারীকে ডাক্তারের পোশাক পরে এলোপাতাড়ি গুলি করে দুইজনকে হত্যা করতে দেখেছেন।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।