সর্বশেষে গণনায় ৪০৩ আসনের উত্তরপ্রদেশে ৩শ’টিরও বেশি আসনে এগিয়ে বিজেপি। অথচ এবারের নির্বাচনে যাদের সম্ভাবনা সবচেয়ে বেশি ছিলো সেই সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট এগিয়ে আছে মাত্র ৭১টি আসনে।
অথচ এবার উত্তর প্রদেশে বিজেপি একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছে যাবে, নির্বাচনের আগে এমন পূর্বাভাস করার সাহস খুব অল্প লোকই দেখিয়েছিলেন। অধিকাংশ সমীক্ষা ও বিশ্লেষণই বলেছিল, ত্রিশঙ্কু হতে চলেছে বিধানসভা।
কিন্তু শনিবার সকালে ভোট গণনার শুরু থেকেই সকলকে চমকে দিয়ে উত্তরপ্রদেশে অবিশ্বাস্য সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। রাজ্যটিতে যেখানে সরকার গড়তে আসন লাগে ২০২টি সেখানে তারা ইতোমধ্যেই এগিয়ে আছে ৩শ’রও বেশি আসনে। যা কিছুটা অবিশ্বাস্যই বটে।
এর আগে সর্বশেষ ১৯৯১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সবচেয়ে ভাল ফল করেছিল বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কল্যাণ সিংহ। কিন্তু সে সময় ৪২৫ আসনের বিধানসভায় ২২১টি আসন পেয়েছিল বিজেপি। এ বার ৪০৩ আসনের বিধানসভায় বিজেপির একাই ৩০০ ছাড়িয়ে যাওয়ার যে আভাস পাওয়া যাচ্ছে তাতে নিশ্চিত করেই বলা যায় উত্তরপ্রদেশে রেকর্ড গড়তে চলেছে মোদীর দল।
আর মোদীর এই সুখের দিনে নিঃসন্দেহেই দিনটি খারাপ উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী এবং বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর জন্য।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আরআই