ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কোরিয়া ইস্যুতে আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
কোরিয়া ইস্যুতে আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার

ঢাকা: উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতার জবাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটে এমন কোনো ব্যবস্থা নেওয়া উচিত হবে না বলে আমেরিকার প্রতি হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকা যে একক পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে এ হুঁশিয়ারি জানান।  

দক্ষিণ কোরিয়ায় সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কৌশলগত ধৈর্য শেষ হয়েছে জানিয়ে পিয়ংইয়ংকে হুমকি দেয়।

এর জবাবে সংবাদ সম্মেলন করেছে রাশিয়া।     

সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, পিয়ংইয়ংয়ের পরমাণু ক্ষেপণাস্ত্র তৎপরতাকে রাশিয়া মানে না। এ জাতীয় তৎপরতা জাতিসংঘের প্রস্তাবেরও লঙ্ঘন বলে মনে করে রাশিয়‍া। তবে তার অর্থ এই নয় যে, কেউ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে।

সম্প্রতি সিরিয়ার বিরুদ্ধে যে রকম একক পদক্ষেপ নেয়া হয়েছে তা উত্তর কোরিয়ার ক্ষেত্রে নেওয়া হবে না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।