ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অপহৃত ৮০ শিক্ষার্থীকে মুক্তি দিল বোকো হারাম  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ৬, ২০১৭
অপহৃত ৮০ শিক্ষার্থীকে মুক্তি দিল বোকো হারাম   ছবি: সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারাম অপহরণ করা ৮০ জনের বেশি স্কুল ছাত্রীকে মুক্তি দিয়েছে। 

বিবিসি নিউজের এক রিপোর্টে বলা হয়েছে, ফ্রান্স প্রেস এজেন্সি নাইজেরিয়া সরকারের দায়িত্বশীল এক মন্ত্রীর বরাত দিয়ে শিক্ষার্থিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।  

রিপোর্টে উল্লেখ করা হয়, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ছাত্রীদের ছেড়ে দিতে সম্মত হয় জঙ্গি সংগঠনটি।

 

তিন বছর আগে নাইজেরিয়ার চিবুক শহর থেকে ২৭৬ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে বোকো হারাম। এজন্য তাদের বিশ্ব মিডিয়ায় চিবুক গার্লসও বলা হয়।

এঘটনায় তখন বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এরআগে অর্ধশত ছাত্রী পালিয়ে এলেও এতোদিন বাকি ১৯৫ জনের কোনো খোঁজ ছিলো না।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।