মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানী ব্যাংককে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জান্তা নেতা ও প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।
নিরাপত্তা ও সংবিধান সংশোধনের অজুহাত দেখিয়ে এর আগে দুইবার নির্বাচনের তারিখ ঘোষণা করেও তা পরিবর্তন করা হয়।
সংবাদ সম্মেলনে ওচা বলেন, আগামী নভেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যার তারিখ ঘোষণা করা হবে ২০১৮ সালের জুন নাগাদ।
দুর্নীতির অভিযোগে ইংলাক সিনাওয়াত্রাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে ২০১৪ সালে থাইল্যান্ডের ক্ষমতায় আসেন প্রায়ুথ চান-ওচা। গত ২৭ সেপ্টেম্বর চালের ভর্তুকি প্রকল্পের ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলার দায়ে ইংলাককে পাঁচ বছরের কারাদণ্ড দেন দেশটির সর্বোচ্চ আদালত।
২০১৪ সালের ২২ মে সেনাবাহিনী ক্ষমতা দখল করার মাত্র কয়েকদিন আগে আদালতের এক ‘বিতর্কিত’ আদেশে ক্ষমতাচ্যুত হন শ্যাম দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ভাই থাকসিন সিনাওয়াত্রার পর ২০১১ সালে দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
জেডএস