ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিষিদ্ধ প্লাস্টিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
নিষিদ্ধ প্লাস্টিক নিষিদ্ধ প্লাস্টিক

উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের দেশ চিলি।

দেশটির প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেট এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন।  

তিনি বলেন, সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সামুদ্রিক মাছ প্লাস্টিক খেয়ে বা গলায় আটকে মারা যাচ্ছে।  

দেশটিতে কেবল ১০২টি উপকূলীয় গ্রাম ও শহরেই নয়, এর বাইরেও প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হবে।

যুক্তরাষ্ট্রের সায়েন্স ম্যাগাজিনে ২০১৫ সালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, বছরে প্রায় ৮০ লাখ টন প্লাস্টিক সমুদ্রে ফেলা হচ্ছে যা পরিবেশের জন্যে মারাত্মক হুমকি।

এদিকে পরিবেশ দূষণ ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারতের সিকিম সরকার। উত্তর সিকিমের লাচুং ও লাচেন গ্রামে নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিকের পানির বোতল। নির্দেশ অমান্য করলে বিশাল অংকের জরিমানা গুনতে হবে বলে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করা হয়েছে।

গত কয়েক দশকে উত্তর সিকিমে পর্যটকের সংখ্যা উল্লেখজনক হারে বেড়েছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দূষণও।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।