ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রচণ্ড ধোঁয়ায় লাহোর বিমানবন্দরে শিডিউল বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
প্রচণ্ড ধোঁয়ায় লাহোর বিমানবন্দরে শিডিউল বিপর্যয় ধোঁয়ায় লাহোর বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

প্রচণ্ড ধোঁয়ায় লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। এতে বিলম্ব হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের অন্তত ৭০টি ফ্লাইট। ভোগান্তিতে পড়ে বিক্ষোভ করেছেন যাত্রী ও তাদের স্বজনরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, প্রচণ্ড ধোঁয়ার কারণে শুক্রবার (১০ নভেম্বর) ৭০টি ফ্লাইট বিলম্ব হয়েছে। আগামী কয়েকদিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এদিকে নির্ধারিত সময়ে ফ্লাইট না ছাড়ায় বিমানবন্দরে বিক্ষোভ করেছেন যাত্রী ও তাদের সঙ্গে আসা স্বজনরা। তারা অভিযোগ করেছেন, তাদের কথা কর্ণপাত করছে না বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভুক্তভোগীরা আরো বলেন, নির্ধারিত সময়েই ফ্লাইট ছাড়বে বলে যাত্রীদের অবহিত করে কর্তৃপক্ষ। কিন্তু তারা বিমানবন্দরে পৌঁছে দেখেন চিত্র ভিন্ন। সমস্যা সমাধানে তারা কার কাছে যাবেন সে বিষয়টিও বুঝতে পারছেন না।  

সম্প্রতি সময়ে পাকিস্তানের বাতাসের অবস্থা সহনীয় মাত্রার নিচে নেমে যায়। অক্টোবরের শেষ সপ্তাহে লাহোরের ‘মল সড়কে’ বাতাসে প্রতি মিটারে কার্বন মনোক্সাইডের উপস্থিতি পাওয়া যায় ২১.২৯ মিলিগ্রাম, মহলানওয়াল এলাকায় এ মাত্রা ১৭.৫২ মিলিগ্রাম, গুলবার্গ লিবার্টি মার্কেট এলাকায় ৬.০৪ মিলিগ্রাম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নির্দেশনা অনুযায়ী এ মাত্রা হবে সর্বোচ্চ ৫ মিলিগ্রাম।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।