ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধোঁয়াশা কাটাতে দিল্লির সড়কে পানি ছিটানোর পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ধোঁয়াশা কাটাতে দিল্লির সড়কে পানি ছিটানোর পরিকল্পনা ধোঁয়ায় ঢাকা পড়েছে দিল্লির সড়ক

ধোঁয়াশায় বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লির সড়কে পানি ছিটানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সপ্তাহান্তে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বায়ুর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত পরিবেশ অধিদফতরের কর্মকর্তা শ্রুতি ভারদ্বাজ বলেছেন, দূষণের মাত্রা ঠেকাতে পানি ছিটানো এখন একমাত্র উপায়। একশ’ মিটার উচ্চতা থেকে পানি ছিটানোর এ পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

তবে পরিকল্পনার আওতায় দুই কোটি ২০ লাখ লোকের শহরটির কতটুকু অংশ রয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানান নি।

দিল্লির আশপাশের এলাকায় প্রতিবছরের এ সময়ে ফসলের আবর্জনা পোড়ানো, যানবাহনের কালো ধোঁয়া ও নির্মাণ সামগ্রির ধুলোর সংমিশ্রণে বাতাস দূষিত হয়ে উঠে। তবে এবার দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে। শিশুদের সুরক্ষায় শহরের সব স্কুল রোববার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

এছাড়া পদক্ষেপ হিসেবে তৃতীয়বারের মতো জোড়-বিজোড় নীতির ট্রাফিক ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের রাজধানীতে। নম্বর প্লেটের শেষ নম্বর জোড় ও বিজোড়ের ভিত্তিতে নির্দিষ্ট দিনে গাড়ি চলাচল করবে।

এদিকে ঢাকাবাসীকে সুস্থ রাখতে সড়কে পানি ছিটানো কার্যক্রম শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে নগর ভবনে ৯টি পানির গাড়ি দিয়ে ডিএসসি’র ৫০ কিলোমিটার রাস্তায় প্রতিদিন পানি ছিটানোর এ কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র সাঈদ খোকন।  

দিল্লির ধোঁয়াশার জন্য দায়ী পাকিস্তান ও মধ্যপ্রাচ্য!

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।