শনিবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। এর আগে বৃহস্পতিবার ভিয়েতনামে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বিভিন্ন কীর্তির কথা স্বীকার করেন ফিলিপিনো প্রেসিডেন্ট।
এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে যোগ দিতে বর্তমানে ভিয়েতনামের দানাংয়ে রয়েছেন দুতার্তে। ওই এলাকায় বসবাসরত ফিলিপিনোদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
দুতার্তে বলেন, ‘যখন কিশোর ছিলাম, তখন কারাগারে প্রায়ই যেতে হতো। ১৬ বছর বয়সেই উপর্যুপরি ছুরিকাঘাত করে আমি একজনকে হত্যা করেছি। ’
এ সময় তার প্রশাসনের মাদকবিরোধী কর্মকাণ্ডের সমালোচকদের উদ্দেশ্যেও নানা অশ্লীল মন্তব্য করেন তিনি।
২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন দুতার্তে। এরপর মাদক নির্মূলে নানা পদক্ষেপ নেন তিনি।
ফিলিপিনো প্রেসিডেন্ট জানান, অপরাধীকে গুলি করে হত্যার পক্ষে তিনি। একই সঙ্গে ৩০ লাখ মাদকাসক্তকে হত্যা করে ফেলা উচিত বলেও মনে করেন এই নেতা।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমএ/