পশ্চিমা গণমাধ্যম সিএনএন-এর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ জন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০০০ জন।
মার্কিন ভূতাত্ত্বিক সার্ভে জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ৩। যদিও ইরাকি আবহাওয়াবিদদের দাবি, এটি ছিলো ৬ দশমিক ৫ মাত্রার।
ইরাকি আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরান সীমান্তের খুব কাছে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সুলাইমানিয়াহ প্রদেশের পেনজিনে ছিলো এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ইরানের সরকারি টিভি চ্যানেলে জানানো হয়, দেশটির সীমান্তবর্তী কাসর-ই-শিরিন শহরে অনেকে আহত হয়েছেন।
ভূমিকম্প টের পেয়ে বাগদাদের বাসিন্দাদের অনেকে রাস্তায় নেমে আসেন। এছাড়া শহরটির বহুতল ভবনে অবস্থানরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো ইরানে। সেসময় ২৬ হাজার মানুষ নিহত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
বিএসকে
** ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৬৫, আহত ৫০০
** ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৬৫