ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ৪৭ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
রোহিঙ্গাদের ৪৭ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র  রোহিঙ্গা শরণার্থী (ফাইল ছবি)

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ৪৭ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।  

মিয়ানমারের রাজধানী নেপিদে সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বুধবার (১৫ নভেম্বর) এই ঘোষণা দেন।  

গত আগস্ট থেকে এ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র মোট ৮৩ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে।

 

যুক্তরাষ্ট্রের সহায়তা মাঠ পর্যায়ে পৌঁছাতে কাজ করছে ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), ইউএন হাই কমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর), ইউএন চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ), এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লিউএফপি)।  

এসব সংস্থা রাখাইন রাজ্য থেকে উচ্ছেদ হওয়া ছয় লাখেরও বেশি রোহিঙ্গাদের সুরক্ষা, জরুরি আশ্রয়, খাদ্য এবং পুষ্টি সহায়তা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সহায়তা প্রদান করছে।  

সেক্রেটারি টিলারসন বলেন, এই বিপর্যয়ে মানবিক সঙ্কটের মাত্রা ভয়াবহ। ছয় লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর মধ্যে বেশিরভাই নারী ও শিশু। রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।