ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইংল্যান্ডে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, নভেম্বর ১৭, ২০১৭
ইংল্যান্ডে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৪ বিধ্বস্ত এয়ারক্র্যাফ্টের ধ্বংসাবশেষ

ইংল্যান্ডের বাকিংহেমশায়ারের আকাশে প্লেন ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে কতোজন আহত হয়েছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১২টা ৬ মিনিটে সংঘর্ষের ওই ঘটনা ঘটে।  ইংল্যান্ডে মধ্যাকাশে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষ

বাকিংহেমশায়ার অগ্নি ও উদ্ধার সার্ভিস ঘটনাটি নিশ্চিত করে জানায়, জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছেছে।

 

আকাশপথে দুর্ঘটনা তদন্ত ব্রাঞ্চ জানিয়েছে, মধ্য আকাশে দুর্ঘটনার খবরে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, আইলবাড়ির ওয়াডেসডন গ্রামের কাছে সংঘর্ষের পর এয়ারক্র্যাফ্টের ধ্বংসাবশেষ নিচে পড়ে থাকে। সংঘর্ষের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাতটি টিম।  

স্থানীয় এক বাসিন্দা জানান, দিনের মধ্যভাগে আমার বাবা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। আমার মাকে এক লোক সংঘর্ষের খরব দিলে ঘটনাস্থলে গিয়ে ধ্বংসাবশেষ পাওয়া যায়। এ সময় উদ্ধার অভিযানে স্থানীয়রা অংশ নেয়।

জানা যায়, নিকটস্থ একটি স্থান থেকে উড্ডয়নের পর এয়ারক্র্যাফ্ট দু’টি খুব নিচে দিয়ে উড়ছিলো।  

তবে কি কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটলো সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। এছাড়া এতে ঠিক কতোজন আরোহী ছিলো সে তথ্যও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।