আর্জেন্টাইন ন্যাভাল স্পোকসম্যান এনরিক বালবি জানান, সর্বশেষ যোগাযোগের সময়ে সাবমেরিনটি পানির নিচ থেকে পানির ওপরে ভেসে উঠছিলো, যাতে রাডারে তার অস্তিত্ব ধরা পড়ে। বিমান ও নৌ বাহিনী সেটির সন্ধান পেতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী হেরাল্ডো মুনেজ জানিয়েছেন, মার্কিন, ব্রিটিশ ও চিলিয়ান সরকার অনুসন্ধান কাজে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। রাতেও অনুসন্ধান চালিয়ে যেতে সক্ষম এক চিলিয়ান প্লেন এরই মধ্যে আটলান্টিকের উদ্দেশ্যে উড়াল দিয়েছে।
আর্জেন্টিনার উসুয়াইয়া থেকে ছেড়ে মার দেল প্লাটা’র উদ্দেশ্যে রওয়ানা হওয়া সাবমেরিনটিতে পর্যান্ত খাবারেরও ঘাটতি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
জেডএম/